Posts

Showing posts from January, 2022

Pieces

Image
Maybe sometimes, deluding yourself into being brave is the easiest thing to do. Because if you allow yourself to be broken, you’ll keep counting the pieces forever.  

Alive

Image
This one is all about that moment - that one moment in the history of the unparalleled universe that you existed in - which can never be taken away from you. That one photograph which weighs a hundred tons because of the memories it carries in it, or that one video which has left a mark a billion times deeper than its duration. Maybe it's about that one smile, or a wink, a whispered word, a twinkle in the eye, a semi-formed teardrop, a kiss, a sigh caught in the throat, a buzzing in the ears, a skipped heartbeat, a tingling down the spine, a breath taken away, a reflection on a wineglass, an epiphany, a whiff of fragrance, a universe of evanescence. Or maybe something that you just can't put your finger on, something that's playing hide-and-seek with your subconscious, bewitching the moth of your memory with the dangling flame of nostalgia. Things were better then, and so were people. Words had value, and so did touch. And all you want to do is to find a way back to that m...

Metamorphosis

Image
“No man ever steps in the same river twice. For it’s not the same river and he’s not the same man.” – Heraclitus , Greek philosopher I am not the me I was yesterday, not the me I will be tomorrow. I am the me in the present, with some fragments of yesterday & a prelude to tomorrow possibly latched on to the corners of my soul. And both what I carry over from yesterday – the burden of experience or the lightness of wisdom – as well as what I have borrowed from tomorrow – the hope of happiness or the foreboding of doom – shape the me of today. Sandwiched between the echoes of yesterday & the whispers of tomorrow, I am metamorphosis personified. Just like you, just like the universe. अहं ब्रह्मास्मि।

শূন্যস্থান

Image
আচ্ছা , কোনো স্বপ্ন কি কোনোদিন শুধু পাগলামিই হয় ? নাকি সব পাগলামিতেই একটা স্বপ্ন লুকিয়ে আছে ? আমরা কি স্বপ্নের পেছনে ধাওয়া করে পাগলামিকে বরণ করি , না পাগল হওয়ার স্বপ্নকেই অবচেতন মনে প্রতিদিন কাছে টানি ? স্বপ্ন দেখার পাগলামিটাই কাটিয়ে ওঠা কি আমাদের কর্তব্য , নাকি পাগলের মতো স্বপ্ন দেখতে পারার মধ্যে একটা গভীর ভালোবাসা ও আরো গভীর শূন্যতা লুকিয়ে আছে ? পাগলামির ওপর নাম কি শূন্যতা , নাকি ভালোবাসা ? ভালোবাসতে গেলে কি পাগল হতে হয় , নাকি ভালোবাসার স্বপ্ন দেখাটাই পাগলামি ? শূন্যস্থান পূরণ কে করবে – আমার স্বপ্ন না আমিই ?  

গোয়েন্দাপিঠ লালবাজার

Image
মার্ক টোয়েন লিখেছিলেন, "Truth is stranger than fiction, but it is because fiction is obliged to stick to possibilities. Truth isn't." খাঁটি কথা। 'সত্যি' সত্যিই হার মানায় বাস্তবকে, ফিকশনকে বলে বলে গোল দিতে পারে কখনওসখনও। কল্পকাহিনীর লক্ষণরেখা চিহ্নিত থাকে সম্ভাব্যতার সীমায়। বাস্তবের সে দায় নেই। থাকলে এভাবে প্রাণ যায় শ্যামপ্রসাদের? এভাবে জেলকুঠুরিতে পচতে হয় সাতজনকে? অর্থলিপ্সা ছিল উভয়তই। যিনি খুন হলেন, তাঁর। যারা খুন করেছিল, তাদেরও। স্নেহ অতি বিষম বস্তু। লোভ বিষমতর। আংটি, তবে বাদশাহি নয়   বলা হয়, অপরাধী সে যতই ক্ষুরধার মস্তিষ্কের হোক না কেন, হোক না যতই ধুরন্ধর, কিছু না কিছু চিহ্ন ছেড়ে যায়ই কোথাও না কোথাও, যা মৃত্যুবাণ হয়ে দাঁড়ায় ভবিষ্যতে, আইন যার উপর ভর দিয়ে পৌঁছে যায় অপরাধীর দোরগোড়ায়। বলা হয়, 'পারফেক্ট ক্রাইম' বলে নাকি কিছু হয় না। ভুল। হয়, পারফেক্ট ক্রাইমও হয়। স্টোনম্যান জানিয়েছিল। দ্য পারফেক্ট ক্রাইম