শূন্যস্থান
আচ্ছা, কোনো স্বপ্ন কি কোনোদিন শুধু পাগলামিই হয়? নাকি সব পাগলামিতেই একটা স্বপ্ন লুকিয়ে আছে? আমরা কি স্বপ্নের পেছনে ধাওয়া করে পাগলামিকে বরণ করি, না পাগল হওয়ার স্বপ্নকেই অবচেতন মনে প্রতিদিন কাছে টানি? স্বপ্ন দেখার পাগলামিটাই কাটিয়ে ওঠা কি আমাদের কর্তব্য, নাকি পাগলের মতো স্বপ্ন দেখতে পারার মধ্যে একটা গভীর ভালোবাসা ও আরো গভীর শূন্যতা লুকিয়ে আছে? পাগলামির ওপর নাম কি শূন্যতা, নাকি ভালোবাসা? ভালোবাসতে গেলে কি পাগল হতে হয়, নাকি ভালোবাসার স্বপ্ন দেখাটাই পাগলামি? শূন্যস্থান পূরণ কে করবে – আমার স্বপ্ন না আমিই?
Comments
Post a Comment