খুনসুটি


এভাবেই
শুরু, এভাবেই শেষ, খেলার মধ্যে খেলা
কখনো ফ্রন্টফুট, কখনো ব্যাক, কখনো সাপের পেটে ঘুঁটি -
সারা মাঠ জুড়ে, ঘাসের আদরে, পড়ে থাকে রোজ
চার দেওয়ালে ঘেরা তোর-আমার ভালোলাগার খুনসুটি।
বৃষ্টির দিনে একটু চা, আকাশে মাখা হাসি,
খেলার নিয়মে মনের ভেতর ঝড়টা ঢেকে রাখি।

Comments

Popular posts from this blog

Without you

Hansie - Movie Review