হিসেব

“ একটা হিসেব মিলল না তাই , রক্তে লেখা একটা রঙ – কে খোদা কে পৌঁছে দেবে , কোন ঠিকানায় লিখব খাম? ” যে হিসেবগুলো কোনোদিন মেলেনা , সেগুলোর হিসেব কি কেউ রাখছে ? এই যে হিসেব করে খাওয়া , হিসেব করে উড়তে চাওয়া , হিসেব করে বাঁচা , হিসেব করা খাঁচা , হিসেব করে লেখা , হিসেব করে স্বপ্ন দেখা , এতসব হিসেব - নিকেশ , যোগ - বিয়োগ , গুণ - ভাগ , জ্যামিতি - ত্রিকোণমিতি - ক্যালকুলাস করে শেষে কি পরে থাকে ? Balance Sheet এর শেষ অঙ্কে গোজামিল থাকলেও , সেটা কি পড়ন্ত আলোয় আর নিস্তেজ চোখে ধরা দেয় ?